Home বিনোদনতারেক রহমানকে নিয়ে ন্যানসির গান

তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান

by The Desh Bangla
০ comments

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও স্বস্তি নেমে এসেছে। তার আগমন ঘিরে কণ্ঠশিল্পী ন্যানসি গাইলেন বিশেষ গান ‘নেতা আসছে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান রাজ। ‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে/ যেন বাংলাদেশ হাসছে/ তার সূর্যসন্তান আসছে’- এমন কথায় গানটিতে উঠে এসেছে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।

গানটি তৈরির পেছনে গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। এটি প্রকাশ হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

You may also like

Leave a Comment