Home অপরাধরাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

by Akash
০ comments

রাজধানীর মোহাম্মদপুর থানার ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম কাউসার হোসেন (২৪)। তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু জানান, কাউসার রাজধানী ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি, অস্ত্রের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ভয়-ভীতি সৃষ্টিই ছিল তার প্রধান কৌশল।

র‍্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। গ্রেফতারকৃত কাউসার এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

You may also like

Leave a Comment