Home অপরাধ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার ২২০০!

১২০০ টাকার গ্যাস সিলিন্ডার ২২০০!

by Akash
০ comments

দেশের শিল্পনগরী হিসেবে বিখ্যাত টঙ্গীতে একটি সিলিন্ডার গ্যাসের দাম ১২০০ টাকার পরিবর্তে রাতারাত দাম বৃদ্ধি করে ২২০০ টাকায় করে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে টঙ্গীর আউচপাড়া,আরিচপুর ও টঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সিলিন্ডার গ্যাসের খুচরা ও পাইকারি দোকান বন্ধ। দোকানের সামনে সাইনবোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গ্যাসের দাম জিজ্ঞেস করতেই বলেন, সরাসরি দেখা করে গ্যাস সিলিন্ডারের দাম বলবে। পরে দোকানদারের সঙ্গে দেখা করলে তিনি জানান, গ্যাস সংকটের কারণে ২২০০ টাকা করে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম রাখা হচ্ছে। কিন্তু কি কারণে গ্যাসের সংকট হয়েছে—তার সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

এদিকে হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ের গ্রাহকরা।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মো. হাসিব জানান, সীমিত বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এরমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১ হাজার টাকা বেশি করে রাখা হচ্ছে। এটা আমাদের প্রতি জুলুম। এই অতিরিক্ত টাকা দিয়ে আমার পরিবারের অন্য খাতে চাহিদা মেটানো যেত।’

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী আউচপাড়া এলাকার এক হোটেল ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন আমার তিনটি গ্যাসের বোতল ব্যবহার করা লাগে। নতুন দাম অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। হোটেলে নিয়মিত কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাইতে পারি না। ফলে এ ব্যবসায় লসে পড়তে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা শাখার উপপরিচালক আফসানা পারভীন দৈনিক আমাদের সময়’কে বলেন, ‘যে সমস্ত প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

You may also like

Leave a Comment