যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কেশবপুর যৌথবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ডিসেম্বর কেশবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত হেলথ কেয়ার হসপিটালের প্যাথলজি ল্যাবের একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি (ইউএসএ) পিস্তল, ৫টি গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন স্থানে পরবর্তী তল্লাশিতে ৭টি দেশীয় দা, ১টি খুর, ২টি রামদা, ২টি ইলেকট্রিক শক মেশিন, ১টি টাকা গোনার মেশিন, ৪টি খালি মদের বোতল, ১টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি, গাঁজা সেবনের ২টি সামগ্রী, ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় কেশবপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
কেশবপুর থানা ডিউটি অফিসার জানান, আটক ব্যক্তিরা হলেন— ভগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. আলমগীর (৪০), তার ছোট ভাই ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের হাফিজুর রহমানের ছেলে রাসেল (২২), আলতাপোল গ্রামের নাজির হোসেনের ছেলে উজ্জ্বল (৩৮)।
কেশবপুর থানা পুলিশ আটক চারজনকে যশোর জেলাখানায় প্রেরণ করে।