Home অপরাধবগুড়ায় ভাড়া বাসার বাথরুম থেকে নারী প্রভাষকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ভাড়া বাসার বাথরুম থেকে নারী প্রভাষকের মরদেহ উদ্ধার

by Akash
০ comments

বগুড়া শহরের চক ফরিদ এলাকায় একটি ভাড়া বাসার বাথরুম থেকে সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ফাবিয়া তাসনিম সিধির (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে প্রায় ১২টার দিকে বগুড়া সদর থানার একটি টিম দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাবিয়া তাসনিম সিধি ওই এলাকায় চিকিৎসক ডা. রাশেদুল হাসানের বাড়িতে ভাড়া থাকতেন। তার মা সারাবান তহুরা কয়েকদিন আগে ময়মনসিংহের গ্রামের বাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের ফোনে যোগাযোগ না পেয়ে রাত ১০টার দিকে বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাথরুমে ফাবিয়া তাসনিমের নিথর দেহ দেখতে পায়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ফাবিয়া তাসনিম সিধি ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে সরকারি শাহ সুলতান কলেজে যোগদান করেছিলেন।

You may also like

Leave a Comment