বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টায় জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। যদিও অ্যাম্বুলেন্সটির মালিকানা জার্মান প্রতিষ্ঠানের, তবে ভাড়া, ব্যবস্থা ও সমন্বয়সহ পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে কাতার সরকার।
এর আগে লন্ডনে নেওয়ার জন্য কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এলেও কারিগরি ত্রুটি ধরা পড়ায় সেটিতে খালেদা জিয়ার যাত্রা সম্ভব হয়নি। ফলে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার সিদ্ধান্ত নেওয়া হয়।