যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ৪৯ বিজিবির ঘিবা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বরই বাগানের পাশের এলাকায় অবস্থান নেয়।
এ সময় ভারত থেকে বস্তা মাথায় নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। পরিস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উদ্ধার করা বস্তাগুলোতে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মাদক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।