Home বাংলাদেশ‘জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই,  দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে’: নাহিদ ইসলাম

‘জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই,  দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে’: নাহিদ ইসলাম

by Akash
০ comments

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আগে প্রধান উপদেষ্টাকে অবশ্যই ‘জুলাই সনদের’ আদেশ দিতে হবে এবং এই সনদে কোনো ধরনের ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) রাখার সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই দেশ নির্বাচনের পথে যাবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দেশের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দেন। তিনি বলেন, “রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো জরুরি। বিশেষ করে বেকারত্ব দূর করতে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।”

তিনি জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে উল্লেখ করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেওয়া হতো, যার ফলে “ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনও রয়ে গেছে।” তিনি মনে করেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া এই ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে তিনি বলেন, “তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই অব্যাহত রাখবো।”

You may also like

Leave a Comment