কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জিয়াউল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়ার ধর্মদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুরের গাংনী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিয়াউল হক দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের শালিপুর গ্রামের বাসিন্দা।
লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে যে জিয়াউল হক মাদক নিয়ে অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অন্য এলাকা থেকে টাপেন্টাডল কিনে এনে নিজ এলাকাসহ আশপাশের যুব সমাজের কাছে বিক্রি করে আসছিলেন।
জিয়াউল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
