ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে তিনি চার দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক গণমাধ্যমকে জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো নয়, তবে তার মৃত্যুর যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয়। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়েরও তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
তোফায়েল আহমেদ কয়েক বছর ধরে স্ট্রোকজনিত সমস্যার কারণে হুইলচেয়ারে চলাচল করেন এবং শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত।
১৯৪৩ সালে ভোলায় জন্মগ্রহণ করা এই নেতা ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৯ সালে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। তিনি স্বাধীন বাংলাদেশে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
