Home বাংলাদেশরাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযানে মাদক ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযানে মাদক ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

by Akash
০ comments

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন– হোসেন (১৮), শফিক (২০) ও শাহীন (৩৫)।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেনাবাহিনীর শেরেবাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশের সমন্বয়ে জেনেভা ক্যাম্প সংলগ্ন বাবর রোড ও গজনবি রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় প্রায় ১২ হাজার পুড়িয়া হেরোইন, যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা। এছাড়া পাওয়া যায় ৮০০ গ্রাম বিস্ফোরক গানপাউডার, ৬টি ককটেল বোমা এবং একটি ধারালো তলোয়ার। পরে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিরাপদে অপসারণ করে। আটক তিনজন ও উদ্ধারকৃত অবৈধ দ্রব্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও দুষ্কৃতকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment