Home বাংলাদেশপিআর চাইলে ইশতেহারে দিন: ডা. জাহিদ হোসেন

পিআর চাইলে ইশতেহারে দিন: ডা. জাহিদ হোসেন

by The Desh Bangla
০ comments

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর (প্রতিনিধি অনুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চান যেসব দল, তারা তা নিজেদের নির্বাচনী ইশতেহারে সাফ জানিয়ে দিন — প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে জোর করে আদায়ের চেষ্টা করা ঠিক নয়।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) জাতীয় সম্মেলনে তিনি বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে সরব ছিল না। এখন কিছু দল কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট মতামত প্রচার করছে; রাস্তায় নামছে, কিন্তু জনগণের অনুমতি না নিয়ে তাদের নিজস্ব পছন্দকে জনগণের মতামত হিসাবে চালাতে চাইছে।’ তিনি সতর্ক করে দেন, পিআরের নামে যদি অন্য কোনো রাজনৈতিক স্বার্থ বা আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হয়, দেশের মানুষ তা মেনে নেবে না।

ডা. জাহিদ আরও বলেন, নেপালে পিআর বাস্তবায়নের পর গত কয়েক বছরে বার্ষিকভাবে ক্ষমতা পরিবর্তন হয়েছে—এমন উদাহরণ উল্লেখ করে তিনি বলছেন, তাই কোনো বিষয় জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়। তিনি পুনরায় বলেন, পিআর চান তবে সেটি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন; সংবিধান এখনও কার্যকর রয়েছে এবং সেটি উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না।

You may also like

Leave a Comment