Home বাংলাদেশভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

by The Desh Bangla
০ comments

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে মামলা থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. রাকিব (৩০) ও মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।

তিনি জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। সেই মামলার ভয় দেখিয়ে রাকিব ও মোনতাছির শেখ ফরিদের নাতি মো. জিতুকে জড়িত দেখিয়ে তার পরিবারের কাছে চাঁদা দাবি করেন।

২৬ জুলাই তারা ফরিদের বাড়িতে গিয়ে জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে বারবার চাপ প্রয়োগের মুখে গত ৩ আগস্ট জিতুর পরিবার শহরের নিরালা হোটেলে নগদ দেড় লাখ টাকা তাদের দেয়। পরে আবারও ১০ হাজার টাকা নেয় তারা। এরপর ফের ২ লাখ টাকা দাবি করলে সন্দেহ হলে জিতুর পরিবার থানায় মামলা করেন।

তদন্তে অভিযোগের সত্যতা মেলে এবং অভিযানে গিয়ে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আদায় করা ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment