Home বাংলাদেশরোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

by The Desh Bangla
০ comments

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে তিনি নিজের পুরোনো কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, স্বল্প সময়েই তিনি বড় পরিবর্তন এনেছেন এবং সংকটকালীন মুহূর্তে দেশকে এগিয়ে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা ও বাজারভিত্তিক বিনিময় হার চালুর সিদ্ধান্তে রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

জর্জিয়েভা বলেন, শক্ত অর্থনৈতিক অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কার জরুরি। এ প্রসঙ্গে ড. ইউনূস মন্তব্য করেন, তার সরকার পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নিয়েছে।

কথোপকথনে উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল নেপালের জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহের বিষয়।

You may also like

Leave a Comment