Home বাংলাদেশমনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

by The Desh Bangla
০ comments

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করলেও নির্বাচন কমিশন ‘ফ্যাসিবাদী আচরণ’ করেছে। প্রধান নির্বাচন কমিশনার আবেদন গ্রহণ করলেও সঙ্গে সঙ্গেই ‘সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন জানান, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এবং সাম্প্রতিক সংঘর্ষের কারণে অনেকে ক্যাম্পাসের বাইরে থাকায় নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সময় বৃদ্ধির আবেদন জানানো হলেও তা সরাসরি নাকচ করা হয়েছে। এ অবস্থানকে তিনি ‘গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি’ বলে অভিহিত করেন।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, এ বিষয়ে কমিশন সভা করবে এবং সিদ্ধান্ত জানাবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে, দীর্ঘ ৩৫ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

You may also like

Leave a Comment