Home বিনোদনসুখবর দিলেন জয়া আহসান

সুখবর দিলেন জয়া আহসান

by Akash
০ comments

বিদায়ী বছর বেশ ভালো কেটেছে জয়া আহসানের। দেশ ও দেশের বাইরে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। সেই তালিকায় রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’। এবার নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’। এটি নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল।

সম্প্রতি সামাজিকমাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করে খবরটি জানান জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’

এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় অভিনেত্রী রয়েছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের ভূমিকায়। গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।

উল্লেখ্য, ২০২১ সালে ওসিডির কাজ শেষ হয়। এরপর ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এবার দীর্ঘদিন পর এল মুক্তির খবর।

You may also like

Leave a Comment