Home বাংলাদেশশেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

by The Desh Bangla
০ comments

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের আংশিক সাক্ষ্যগ্রহণ হয়। তবে শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করা হয়। আজকের শুনানিতে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের পর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

একইদিন সকালে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৮তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে, যেখানে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের জবানবন্দির পর এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এবং শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল বলে স্বীকার করেন। এর আগে ১ সেপ্টেম্বর দশম দিনের শুনানিতে ছয়জন সাক্ষী, যার মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ছিলেন, জবানবন্দি দেন।

সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী হত্যাযজ্ঞের বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর এ মামলার বিচারকাজ শুরু হয়। প্রসিকিউশন পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রের মোট আকার ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। সাক্ষী হিসেবে তালিকাভুক্ত আছেন ৮১ জন।

You may also like

Leave a Comment