Home Uncategorizedমুন্সীগঞ্জে মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্বে মসজিদে ঢুকে হামলা, বিএনপির ১০ নেতাকর্মী আহত

মুন্সীগঞ্জে মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্বে মসজিদে ঢুকে হামলা, বিএনপির ১০ নেতাকর্মী আহত

by Akash
০ comments

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপি’র দুই মনোনয়নপ্রত্যাশী মীর সরাফত আলী সপু ও শেখ মো. আব্দুল্লাহর সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় দেউলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতরে ও বাইরে এই হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন (৪৫), তরিকুল ইসলাম (৪০) ও মমিনুল ইসলাম ফাহিম (২২) সহ অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের শ্বশুরের জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা মসজিদে সমবেত হয়েছিলেন। এ সময় শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামের মোটরসাইকেলে থাকা মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর ছবিযুক্ত স্টিকার নিয়ে সরাফত আলী সপুর এক কর্মী বিরূপ মন্তব্য করেন। এর জবাবে তরিকুল পাল্টা মন্তব্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষের রূপ নেয়।

এই ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করেছে।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মীর সরাফত আলী সপু এই ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘‘আমি নামাজরত অবস্থায় খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায়।’’ তিনি অবিলম্বে সব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে শনিবার সকাল ১০টায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন।

অন্যদিকে, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সপুর লোকজনের ওপর হামলার ঘটনা সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘‘দলীয় নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ না করে ঔদ্ধত্যপূর্ণভাবে নানারকম উস্কানিমূলক কর্মসূচি দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন কতিপয় নেতা।’’

তিনি আরও বলেন, সপুর লোকজনই উল্টো তরিকুল ইসলামকে বেদম প্রহার করেছে। তিনি এই ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সঠিক তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেছেন।

আরেক মনোনয়নপ্রত্যাশী আলহাজ মমিন আলী বলেন, তরিকুল মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির খসড়া মনোনয়নধারী শেখ মো. আব্দুল্লাহর লোক।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। গত ১০ জানুয়ারি সন্ধ্যায় হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে পুলিশ গ্রেপ্তার করলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনার জেরে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল এবং তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘‘ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’’

You may also like

Leave a Comment