Home বাংলাদেশব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

by The Desh Bangla
০ comments

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত আসনে মনোনয়ন পেলেন বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এ মনোনয়ন ঘোষণা দেন। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশিরা মনোনয়ন না পাওয়ায় সরাইল ও আশুগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে উপজেলা বিএনপির পদধারী নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিলেও রুমিন ফারহানা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সরাইল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে আলী হোসেন নামের একজন কর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. আবুবকর সরকার।

মনোনয়ন নিতে আসা কর্মীরা জানান, রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচন করবেন।

এদিকে জোট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, ‘ব্যাক্তির চেয়ে দল বড়। দলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং মনোনয়নের সিদ্ধান্ত মেনে নেব।’

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’

You may also like

Leave a Comment