Home খেলাবিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

by Akash
০ comments

মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে সম্ভাব্য চিত্র স্পষ্ট করে দিলেন তামিম ইকবাল। দেশের সাবেক অধিনায়ক জানালেন, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

তামিম একাই নন, এ দিন আরও অন্তত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ছিল এই সুযোগের সময়সীমা।

প্রত্যাহারকারীদের মধ্যে এক্মিওম ক্রিকেটার্স কাউন্সিলরের ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে জানান, সরকারের একটি গোষ্ঠীর হস্তক্ষেপের প্রতিবাদেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তার ভাষায়, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না।”

তামিম আনুষ্ঠানিকভাবে কারণ না জানালেও তার অবস্থান বোঝা যাচ্ছে সহজেই। কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, সরকারের একটি অংশ বিসিবি নির্বাচনে প্রভাব বিস্তার করছে এবং তিনি প্রবল চাপের মুখে আছেন।

তখন তিনি বলেছিলেন, “আমার ওপরে অনেক চাপ আছে। কালকে আমার কাউন্সিলরশিপ বাতিলও হয়ে যেতে পারে। কেন হতে পারে, সেটা আপনারা ভালো করেই জানেন। ফেয়ার ইলেকশন কেন হবে না? সরকারের দায়িত্বই তো সংস্কার করা। অথচ সরকারের একটি অংশই নির্বাচনকে প্রভাবিত করছে। এটা ইতিহাস হয়ে থাকবে।”

এমন বাস্তবতায় শঙ্কা ছিলই, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো— বিসিবি নির্বাচনে নেই তামিম ইকবাল।

You may also like

Leave a Comment