Home বাংলাদেশবিশেষ নিরাপত্তায় মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

by Akash
০ comments

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই সময়ে মেট্রোরেল চলবে না।

ডিএমটিসিএলের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। এদিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্যারাস্যুটিং চলাকালে সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে পরিচালিত হওয়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment