Home বাংলাদেশ“বস্তাপচা রাজনীতি ছেড়ে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: জামায়াত আমির”

“বস্তাপচা রাজনীতি ছেড়ে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: জামায়াত আমির”

by The Desh Bangla
০ comments

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মন্তব্য: নতুন ধারায় রাজনীতি গড়ার শপথ

অতীতের “বস্তাপচা” সব রাজনীতিকে পায়ের নিচে চেপে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকাল ৮টায় শুরু হওয়া ম্যারাথনটি রাজধানীর কাঁটাবন, সায়েন্সল্যাব, ধানমন্ডি হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয়।

ডা. শফিকুর রহমান বলেন,

“অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। সেই রাজনীতি বাংলাদেশে অচল। সেই রাজনীতির পাহারাদারি যারা করবে, তারা অচল মালের মতো পরিণত হবে।”

তিনি আরও বলেন,

“এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার, মামলাবাজ ও ধর্ষণকারীদের বিরুদ্ধে হবে।”

আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন,

“স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটি পরিবার, একটি গোষ্ঠী আর একটি দলের স্বার্থে সাজানো হয়েছে। সোনার বাংলা গড়ার কথা বলে তারা শ্মশান বাংলায় পরিণত করেছে দেশকে।”

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন,

“আমরা কোনো দলীয় বিজয় চাই না। চাই ১৮ কোটি মানুষের বিজয়। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে।”

তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“আমরা কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন,

“এই বিজয় দিবস শুধু স্মরণের নয়, নতুন শপথ নেওয়ার দিন। পুরনো রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। যুবসমাজের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। যুবকরাই সব বাধা ভেঙে দেবে। শান্তির বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি।”

You may also like

Leave a Comment