Home বাংলাদেশচলতি বছরের শেষে মিলবে টানা তিন দিনের ছুটি

চলতি বছরের শেষে মিলবে টানা তিন দিনের ছুটি

by Akash
০ comments

চলতি বছর শেষ হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি। এর মধ্যে বছরের শেষভাগে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা তিন দিনের ছুটির সুযোগ। একটি সাধারণ ছুটি বৃহস্পতিবার পড়ায়, এর সঙ্গে সাপ্তাহিক শুক্র ও শনিবার যুক্ত হয়ে এই দীর্ঘ ছুটি মিলবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সরকারি চাকরিজীবীরা আরও দুটি সাধারণ ছুটি পাবেন। নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে ডিসেম্বর মাসে রয়েছে এই দুটি ছুটি:

  • বিজয় দিবস: মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
  • যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)

এর মধ্যে, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে পর পর যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে চাকরিজীবীরা এই সুযোগে টানা তিন দিন (২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর) ছুটি কাটাতে পারবেন।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে এই ছুটি অনুমোদন হয়। প্রেস সচিবের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মোট ছুটি থাকবে ২৮ দিন, যা আগের বছরের সমান। তবে এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে কার্যকর মূল ছুটি হবে ১৯ দিন।

You may also like

Leave a Comment