Home আন্তর্জাতিকগাজাগামী নৌবহরে ইসরায়েলি ‘হামলা’, তীব্র প্রতিবাদ তুরস্কের

গাজাগামী নৌবহরে ইসরায়েলি ‘হামলা’, তীব্র প্রতিবাদ তুরস্কের

by Akash
০ comments

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি সেনাদের অভিযানে তুরস্ক তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির প্রতিনিধি দল এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র মানবিক সহায়তাকর্মীদের ওপর অবৈধ হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। 

বুধবার (১ অক্টোবর) রাতে দেওয়া এক লিখিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে আলমা, সিরিয়াস ও আদারা নামের জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে ইসরায়েলি সেনারা তল্লাশি চালায়। এর আগে ইসরায়েল সচেতনভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে এবং বিপদ সংকেত পাঠানোর প্রচেষ্টা আটকে দেয়।

তুর্কি প্রতিনিধি দল জানিয়েছে, কয়েকটি জাহাজ আটকানো হলেও ফ্লোটিলা এখনো গাজার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে রয়েছে এবং যাত্রা অব্যাহত রেখেছে।

তারা বিশ্বের বিভিন্ন সরকার, রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে, জাহাজে থাকা সবার নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে এবং ঘটনাটির ওপর নিবিড় নজর রাখতে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

You may also like

Leave a Comment