Home বাংলাদেশঅন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন

অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন

by Akash
০ comments

অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের সদস্যরা চূড়ান্ত রূপরেখা অনুমোদন করেন এবং অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারের উদ্যোগ প্রত্যাশা করেন।

প্রফেসর ইউনূস বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে সুপারিশ প্রণয়ন পর্যন্ত সব ডকুমেন্ট, অডিও, ভিডিও ও ছবি সংরক্ষণ করা জরুরি। এগুলো জাতির জন্য মহামূল্যবান সম্পদ এবং ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।”
তিনি এ সময় রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন একটি জবাবদিহিমূলক ও স্থায়ী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান আমাদের সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, সেটি যেন হারিয়ে না যায়।” তিনি জানান, রাজনৈতিক দল, আইনজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ়তা ও সাহসিকতা দরকার। গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগ যেন বিফল না হয়।”

এছাড়া বিচারপতি মো. এমদাদুল হক, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও আন্তরিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের সক্রিয় ভূমিকা জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শহীদ পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, “সংস্কার নিশ্চিত না হলে তারা মনে করেন তাদের সন্তানদের জীবন উৎসর্গ বৃথা যাবে।”

আগামীকাল দুপুরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়’ সম্পর্কিত সুপারিশমালা হস্তান্তর করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

You may also like

Leave a Comment