নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্লাটফর্ম আত্মপ্রকাশ করল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্লাটফর্মটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করাদের একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে গঠিত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।
৫ আগস্টের পর থেকে গত ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন এই রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে অন্তত ২৮টির বেশি বেশি রাজনৈতিক দল।
