ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনা হচ্ছে। এই ঘটনায় নেটদুনিয়ায় সরব আছেন অনেকেই। সেই তালিকায় থাকা একজন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। একের পর এক ফেসবুক পোস্টে শুধু শোক-ই নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি নিয়েও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। কনসার্টের মঞ্চেও শহীদ ওসমান হাদি, আবরারসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছেন।
তারই ধারাবাহিকতায় এক ফেসবুক পোস্টে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তাসরিফ খান। লিখেছেন, ‘আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিল।’
পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়ে না।
তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন। পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন।
বলা দরকার, গেল ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
