২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় এবার আসছে এক অভিনব চলচ্চিত্র। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আকাশ হক পরিচালিত এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘরে সন্ধ্যা ৭টায় ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
সিনেমার অন্যতম অভিনেতা ববি বিশ্বাস জানান, সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে এবার বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছে একগাদা নতুন মুখ বলেও তিনি জানান।
সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
সিনেমার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, ‘“দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুর” একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরেছে। এরই মধ্যে ছবির থিম সং “সহমত ভাই” দর্শকদের নজর কেড়েছে। র্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ।’
১৪২ মিনিট দৈর্ঘ্যের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে এটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
