Home রাজনীতিপদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

by Akash
০ comments

দলীয় পদ ফিরে পেয়েছেন বিএনপির দুই নেতা। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই দুজন হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুজনকে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশক্রমে আজ পুনরায় তাদের আবেদনের প্রেক্ষিতে স্বপদে বহাল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

You may also like

Leave a Comment