Home বিনোদনবিটিভির নতুন অনুষ্ঠান ‘প্রথম ভোট’

বিটিভির নতুন অনুষ্ঠান ‘প্রথম ভোট’

by Akash
০ comments

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোটদানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠান নির্মিত হয়েছে।

ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় প্রথম ভোট প্রচার হবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি থেকে প্রচার শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

প্রথমবারের মতো ভোট দিবেন- এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ভোট-সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফলে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শকদের মধ্যেও নির্বাচন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে- এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment