Home খেলাআইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

by Akash
০ comments

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দ্বিতীয় দফা মেইল করে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার অনুরোধ করেছে বিসিবি। দেশের ক্রিকেট বোর্ড এখন আইসিসির উত্তর পাওয়ার অপেক্ষায়। তবে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে। আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে, যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তাঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমত বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’

তবে আসিফ নজরুলের দেওয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়, বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনার অংশ এটি বলে জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি সংক্রান্ত যে চিঠির কথা উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এ যোগাযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তাঝুঁকি মূল্যায়নসংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’

You may also like

Leave a Comment