ভেনেজুয়েলার মিত্র কিউবাকে কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোর পতনের পর দ্বীপরাষ্ট্রটিতে ভেনেজুয়েলার তেল ও অর্থ প্রবাহ বন্ধের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘হয় চুক্তি করো, নয়তো পরিণতির জন্য প্রস্তুত থাকো।’ দ্য গার্ডিয়ান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না- একদম শূন্য! অনেক দেরি হওয়ার আগেই তারা যেন চুক্তিতে আসে।’
মার্কিন অভিযানে মাদুরো বন্দি হওয়ার পর থেকেই কিউবা চরম সংকটের মুখে পড়েছে। কয়েক দশক ধরে ভেনেজুয়েলা থেকে সুলভমূল্যে তেল পেয়ে আসছিল দেশটি। ট্রাম্প দাবি করেছেন, কিউবার নিরাপত্তা কর্মীরা এতদিন ভেনেজুয়েলার একনায়কদের সুরক্ষা দিয়ে আসছিল, কিন্তু সেই দিন শেষ।
এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এই হুমকির কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘কিউবা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের কী করতে হবে, তা কেউ বলে দেওয়ার অধিকার রাখে না। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা মাতৃভূমি রক্ষা করব।’
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, তেলের সরবরাহ বন্ধ হওয়া কিউবার ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে।
