চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে গত ৫ জানুয়ারি রোজ সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ৩০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ঢাকার মিরপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল। প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবী এবং নারী উদ্যোক্তা ড. সালেহা কাদের উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান।
প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সকলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে আলোক হাসপাতাল ও হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে Pearson Edexcel এর আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক (বাংলাদেশ ও নেপাল) আবদুল্লাহ আল মামুন লিটন, OXFORD & AQA এর কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও নেপাল)মো. শাহিন রেজা, লার্নিং রিসোর্স নেটওয়ার্কের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর এইচ রোমেন, কান্ট্রি হেড CAMBRIDGE BOARD, UK এর সারওয়াত রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার CAMBRIDGE BOARD, UK এর নকিব হায়দার, এবং অ্যাকাউন্ট ম্যানেজার BRITISH COUNCIL, Bangladesh এর সৈয়দ ফাহিম ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সকাল ১০টায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. সালেহা কাদের উদ্বোধন করেন এবং সঞ্চালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল ড. আফসানা আমিন।
