Home বিনোদনবিয়ে করলেন শিরোনামহীনের গায়ক

বিয়ে করলেন শিরোনামহীনের গায়ক

by Akash
০ comments

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন’র ভোকালিস্ট শেখ ইশতিয়াক। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এ সময় সংগীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ভোকালিস্টের বিয়েতে পারফর্ম করেছে ব্যান্ড শিরোনামহীনও।

এদিকে, আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিকমাধ্যমের এক পোস্টে বিয়ের ছবি প্রকাশ করেছেন ইশতিয়াক। যেখানে দেখা যায়, বিয়েতে পারফর্ম করছে শিরোনামহীন। আর মঞ্চে ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছেন নববধূ। দু’জনই বেশ হাস্যোজ্জ্বল।

ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আপনরা আমাদের প্রার্থনায় রাখুন। আল্লাহ আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদ করুন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠি।’

তবে পাত্রীর পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে, শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, একক শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন শেখ ইশতিয়াক। ২০১৭ সালে তিনি ব্যান্ড শিরোনামহীনে যোগ দেন। বর্তমান ভোকালিস্ট হিসেবে ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার গাওয়া ‘এই অবেলায়’ তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’, যা নিয়েও বেশ প্রশংসায় ভাসছে ব্যান্ডটি।

You may also like

Leave a Comment