Home খেলা২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

by Akash
০ comments

আফ্রিকা কাপ অব নেশনসে দারুণ ছন্দেই আছেন ব্রাহিম দিয়াজ। রাবাতে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়েও জাল খুঁজে পান তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

স্বাগতিক মরক্কোকে সেমিফাইনালে তোলার পথে দারুণ রেকর্ড গড়েন দিয়াজ। তবে দিয়াজ এর চেয়েও বেশি আনন্দ পেতে পারেন, ২০০৪ সালের পর মরক্কো এই প্রথম আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠায়।

ম্যাচের ২৬ মিনিটে গোল করেন দিয়াজ। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টারচিপ’ জানিয়েছে, আফ্রিকা কাপ নেশনসের (১৯৫৭-২০২৫) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। বিরতির পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি মরক্কোর মিডফিল্ডার ইসমায়ের সাইবারির। ম্যাচে মাত্র তিনটি শট প্রতিপক্ষের গোলপোস্টে রেখে দুটিতে গোল আদায় করেছে মরক্কো। বিরতির পর ক্যামেরুনের বিপক্ষে পেনাল্টির দাবি তুলেছিল, তবে সেটি নাকচ করে দেওয়া হয়। মরক্কোর বক্সে ফাউলের শিকার হয়েছিলেন ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো। নির্ধারিত সময়ে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর পরীক্ষা নিতে পারেনি পাঁচবারের কাপ অব নেশনস জয়ী দলটি। বুনুকে কোনো সেভ করতে হয়নি। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের দুশ্চিন্তার জায়গাও আছে। ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ থেকে উঠে যান দিয়াজ। টুর্নামেন্টে ওপেন–প্লে থেকে কেউ এখনও মরক্কোর জালে গোল করতে পারেনি। তাঞ্জিয়ারে একই রাতে কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে সেনেগাল। এ নিয়ে সর্বশেষ চারবারের মধ্যে তিনবার সেমিফাইনালে উঠল সেনেগাল। মালি গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে সেনেগাল ইলিমান এনদিয়ায়ে।

You may also like

Leave a Comment