Home আন্তর্জাতিকমাচাদোর নোবেল নিতে রাজি ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে রাজি ট্রাম্প

by Akash
০ comments

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধীদলীয় নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজের এই পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতে রাজিও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছে, কদিনের মধ্যে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই ‘উপহার’ নেবেন। তবে বাদ সাধল নোবেল কমিটি। তারা সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য প্রযোজ্য।’

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি মাচাদো আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ মাচাদো পুরস্কারটি তাকে দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে ‘বিরাট সম্মানের’।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। গত অক্টোবরে ঘোষণার সময় নরওয়ের নোবেল শান্তি কমিটি বলেছিল, ভেনেজুয়েলায় ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস কাজের জন্য মাচাদোকে এই সম্মাননা দেওয়া হলো। এই পুরস্কার তাকে একজন সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ শান্তি যোদ্ধার স্বীকৃতি দেয়।

You may also like

Leave a Comment