Home খেলাশেষ দুই ওভারের ঝড়ে ঢাকাকে হারাল সিলেট

শেষ দুই ওভারের ঝড়ে ঢাকাকে হারাল সিলেট

by The Desh Bangla
০ comments

বিপিএলের বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে নাটকীয় শেষ দুই ওভারের ঝড়ে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। এই জয়ে আট ম্যাচে সিলেটের জয়-পরাজয়ের হিসাব দাঁড়াল ৪-৪ এ। অন্যদিকে ছয় ম্যাচে ঢাকার এটি চতুর্থ হার।

অষ্টাদশ ওভারে আফগান পেসার জিয়াউর রহমান মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে নিলে ম্যাচে ফিরে আসে ঢাকা। কিন্তু সেখান থেকেই ঘুরে যায় চিত্র। ১৯তম ওভারে নাসির হোসেনের অফ স্পিনে ঝড় তোলেন মইন আলি। এক ওভারেই তিন ছক্কা ও দুই চারে ২৮ রান নেন তিনি—এটি এবারের বিপিএলের সবচেয়ে খরুচে ওভার। শেষ ওভারে আরও ১৭ রান যোগ হলে শেষ দুই ওভারে ৪৫ রান তুলে সিলেট পৌঁছে যায় ১৮০ রানে।

এরপর সম্মিলিত বোলিং পারফরম্যান্সে সেই রানই জয়ের জন্য যথেষ্ট করে তোলে সিলেট। আগের দিন হারের পর ঘরের মাঠে স্থানীয় দর্শকদের উল্লাসে মাতিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় দলটি।

স্ত্রীর শেকড় সিলেটে হওয়ায় মাঠে নামলেই গ্যালারি থেকে ‘জামাই’ বা ‘দুলাভাই’ ডাক শোনা যায় মইনের জন্য। ব্যাটে-বলে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া এই অলরাউন্ডার ৮ বলে ২৮ রান করার পাশাপাশি ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

সিলেটের হয়ে একাদশে ফিরে দারুণ বোলিং করেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ, নেন ৩ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে টুর্নামেন্টে প্রথমবার ভালো শুরু পায় সিলেট। পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান তুষার পাওয়ার প্লেতে যোগ করেন ৪৮ রান। তবে মাঝের ওভারগুলোতে ধীরগতির পর আজমাতউল্লাহ ওমারজাই ও আরিফুল হকের ৬২ রানের জুটিতে আবার গতি পায় ইনিংস। পরে মইনের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর দাঁড় করায় সিলেট।

১৮১ রানের লক্ষ্যে ঢাকার শুরুটা ভালোই ছিল। রাহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুনের উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে। গুরবাজ ফিফটি করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে সাব্বির রহমান কিছুটা লড়াই করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেনি ঢাকা।

শেষ পর্যন্ত ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স।

You may also like

Leave a Comment