Home Businessসারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

by Akash
০ comments

সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার সংগঠনটির দেওয়া এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সংগঠনটি সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।

সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

আমাদের সময়/ টিটিএ

এলপিজি সিলিন্ডার

You may also like

Leave a Comment