Home কর্পোরেটইউএনডিপি-গ্রামীণফোন ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হল ইউআইটিএস

ইউএনডিপি-গ্রামীণফোন ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হল ইউআইটিএস

by The Desh Bangla
০ comments

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইউএনডিপি–গ্রামীণফোনের ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘ফিউচারনেশন’ হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং গ্রামীণফোনের যৌথ উদ্যোগ। এ কর্মসূচির লক্ষ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। শিক্ষা ও দক্ষতার রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়ে এই উদ্যোগ তরুণদের আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান করছে, যাতে তারা নতুন সুযোগ কাজে লাগাতে পারে, পেশাগত জীবনে সফল হতে পারে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে।

এই উদ্যোগের আওতায় সারাদেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ জন শিক্ষার্থী ও শিক্ষক এক বছরের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। কোর্সগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ও অন্যান্য আধুনিক প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 

পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বিজনেস ও সোশ্যাল ইংলিশ, ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং দক্ষতা উন্নয়ন, এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস, ফ্রন্টিয়ার টেকনোলজি লিডারশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তামূলক কার্যক্রমও এতে অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে ফিউচারনেশনের ট্রেনিং কো-অর্ডিনেশন অফিসার খন্দকার আবির হোসেন নূর এবং ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট বিবেকানন্দ দাস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ফারহানা রহমান সুমি, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক শামিমা আক্তার এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাসসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এই সহযোগিতার মাধ্যমে ইউআইটিএস মানসম্মত শিক্ষা, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

You may also like

Leave a Comment