প্রকল্প পরিচালক ও কোরিয়ান পরামর্শক নিয়োগে দীর্ঘসূত্রতা এবং দরপত্র ডকুমেন্টে উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন জটিলতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৩৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস কেনার প্রকল্প বারবার পিছিয়ে যাচ্ছে।
২০২৪ সালের মধ্যে কোরিয়া থেকে বাসগুলো কেনার লক্ষ্য থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরটিসি, যা ব্যয় ও মেয়াদ সংশোধনসহ সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
বিআরটিসি জানায়, একনেকের অনুমোদনের পর প্রকল্প পরিচালক ও কোরিয়ান পরামর্শক নিয়োগে প্রায় ১৫ মাস সময় লাগায় শুরুতেই বাস্তবায়নে বিলম্ব ঘটে। পরে দরপত্র ডকুমেন্টে একাধিক সংশোধন ও কোরিয়ার এক্সিম ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেতে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত সময় চলে যায়।
বর্তমানে দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু হলেও চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে বাস সরবরাহ পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এ বাস্তবতায় ব্যয় অপরিবর্তিত রেখে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্প অনুযায়ী, প্রায় ১ হাজার ১৩৩ কোটি টাকা ব্যয়ে ৩৪০টি সিএনজি চালিত সিঙ্গেল ডেকার এসি বাস কেনা হবে, যার বড় অংশ কোরিয়ার ইডিসিএফ ঋণ থেকে আসবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগর ও আন্তঃনগর রুটে বিআরটিসির এসি বাস সেবার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
