Home কর্পোরেটবেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নিল মজো

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নিল মজো

by The Desh Bangla
০ comments

ভোক্তাদের বিশ্বাস, ভালোবাসা আর নিজেদের ধারাবাহিক পারফরম্যান্সে মোজো টানা দ্বিতীয়বারের মতো অর্জন করলো বেস্ট বেভারেজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫

।এই স্বীকৃতি প্রমাণ করে, মোজো সময়ের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের পছন্দের তালিকাতে নিজেদের ধরে রাখতে সক্ষম হয়েছে। 

একইসাথে বাংলাদেশের শীর্ষ ১৫ টি ব্র্যান্ডের তালিকাতেও স্থান করে নিয়েছে মোজো। যা দেশের প্রতিযোগিতামূলক বেভারেজ মার্কেটে মোজো’র শক্তিশালী অবস্থান এবং মোজো ব্র্যান্ডের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থনের পরিচয় দেয়। আর এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

You may also like

Leave a Comment