Home রাজনীতিতারেক রহমান প্রার্থী হতে পারবেন কি না, জানালেন ইসি সচিব

তারেক রহমান প্রার্থী হতে পারবেন কি না, জানালেন ইসি সচিব

by The Desh Bangla
০ comments

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার না হলেও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন বলে জানালেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এটা আমার জানা মতে না।’ এরপর জানতে চাওয়া হয় তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না, জবাবে সচিব বলেন, ‘পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের জবাবে আখতার আহমদে বলেন, ‘আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।’

You may also like

Leave a Comment