Home খেলাপেনাল্টিতে এমবাপ্পে রিয়ালকে বাঁচালেও শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া

পেনাল্টিতে এমবাপ্পে রিয়ালকে বাঁচালেও শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া

by Akash
০ comments

রিয়াল মাদ্রিদকে পরাজয়ের মুখ থেকে বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে। তবে তাঁর পেনাল্টি গোল এক পয়েন্ট এনে দিলেও লা লিগার শীর্ষে ফেরার সুযোগ নষ্ট করল লস ব্লাঙ্কোস।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার জিরোনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে দ্বিতীয়স্থানেই থাকতে হলো রিয়ালকে। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তারা এক পয়েন্ট পিছিয়ে।

৬৭তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সে হুগো রিনকনের ফাউলে স্পট কিক পায় রিয়াল। ঠান্ডা মাথায় শট নিয়ে গোলরক্ষক পাউলো গাজানিগাকে পরাস্ত করেন এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে এটি তাঁর ১৯ ম্যাচে ২৩তম গোল। এর আগে সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে চার গোল করেছিলেন ফরাসি তারকা।

লিগ টেবিলে নিচের দিকে থাকা জিরোনা (১২ পয়েন্ট) প্রথমার্ধের শেষ দিকে আজেদ্দিন উনাহির অসাধারণ গোল করে এগিয়ে যায়। ম্যাচজুড়ে শক্ত রক্ষণ আর সুনির্দিষ্ট মার্কিংয়ে রিয়ালকে চাপে রাখে তারা।

ধীরগতির প্রথমার্ধে রিয়ালের অন টার্গেটে ছিল মাত্র একটি শট। এমবাপ্পের একটি গোলও বাতিল হয় বল হাতে লাগার কারণে। এরপরই কাউন্টার–আক্রমণে রিয়ালের দুর্বলতা ভেদ করে উনাহি বক্সের কোণ থেকে দারুণ শটে বল জড়ান জালের শীর্ষ কোণে।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণে এনে দ্রুত আক্রমণ গড়ে তুলতে শুরু করে রিয়াল। ভিনিসিয়ুসও উইংয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের টেনে নিয়ে জায়গা খুলে দেন। তাঁর একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি থেকেই সমতা ফেরাতে পারে রিয়াল। জাবি আলোনসোর দল সর্বশেষ পাঁচ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে মাত্র একটি।

You may also like

Leave a Comment