Home Uncategorizedসেনানিবাসে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপ

সেনানিবাসে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপ

by The Desh Bangla
০ comments

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে তিনি সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সেনাকুঞ্জে পৌঁছে বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েক মিনিট একান্তে আলাপ করেন। তবে আলাপের বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠানে যান তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদসহ আরও শীর্ষ নেতারা সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত বছরও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

You may also like

Leave a Comment