Home Uncategorizedতারাকান্দায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী গুরুতর আহত

তারাকান্দায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী গুরুতর আহত

by The Desh Bangla
০ comments

ময়মনসিংহের তারাকান্দায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শান্তিনগর এলাকার রাধাগোবিন্দ মন্দিরের পাশে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির সদস্য ও স্বর্ণব্যবসায়ী সুবল চন্দ্র সরকার (৫৫) এবং ইট–বালু ও হার্ডওয়্যার ব্যবসায়ী নারু সিং।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিজেদের বাসায় ফেরার পথে এক ছিনতাইকারী তাদের পথরোধ করে হামলা চালায়। তাদের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দৌড়ে এলে ছিনতাইকারী পালিয়ে যায়।

সুবল চন্দ্র সরকারের মেয়ে প্রিয়ন্তী সরকার জানান, “বাবা ও খালুর চিৎকার শুনে বাইরে এসে দেখি একজন লোকের হাতে বড় ছুরি। বাবার স্বর্ণালঙ্কার ও টাকার ব্যাগটি আমি হাতে নিই, তখনই ছিনতাইকারী পালিয়ে যায়। তাকে দেখেছি, কিন্তু চিনতে পারিনি।”

গুরুতর আহত সুবল চন্দ্র সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় নারু সিংকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলায় ব্যবহৃত বড় ছুরিটি উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, “অভিযুক্ত ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”

You may also like

Leave a Comment