Home শিক্ষাসেঞ্চুরি দিয়ে শততম টেস্ট রাঙালেন মুশফিক

সেঞ্চুরি দিয়ে শততম টেস্ট রাঙালেন মুশফিক

by The Desh Bangla
০ comments

বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক দিনে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যার মাধ্যমে তিনি দেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে স্পর্শ করলেন মুমিনুল হককে। একইসঙ্গে তিনি বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়লেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকের তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজন ছিল মাত্র ১ রান।

তবে সেঞ্চুরির পরপরই তিনি বিদায় নেন। বাঁহাতি স্পিনার হামফ্রিসের একটি অতিরিক্ত বাউন্স এবং টার্ন করা বল সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে, যিনি এক হাতে দারুণ ক্যাচটি লুফে নেন। মুশফিকুর রহিম ২১৪ বল খেলে ১০৬ রান করে আউট হন।

আউট হওয়ার আগেই ইতিহাস গড়ার কারণে আইরিশ খেলোয়াড়রা তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানান।

মুশফিকের আগে যে কিংবদন্তি ক্রিকেটাররা তাদের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন, তারা হলেন:

ক্রিকেটারদেশপ্রতিপক্ষরানসাল
কলিন কাউন্ড্রেইংল্যান্ডঅস্ট্রেলিয়াসেঞ্চুরি১৯৬৮
জাভেদ মিয়াঁদাদপাকিস্তানভারতসেঞ্চুরি১৯৮৯
গর্ডন গ্রিনিজওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড১৪৯১৯৯০
আলেক স্ট্রুয়ার্টইংল্যান্ডসেঞ্চুরি
ইনজামাম উল হকপাকিস্তানভারত১৮৪২০০৫
রিকি পন্টিংঅস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকাসেঞ্চুরি (২ ইনিংসেই)২০০৬
গ্রায়েম স্মিথদক্ষিণ আফ্রিকাইংল্যান্ড১৩১২০১২
হাশিম আমলাদক্ষিণ আফ্রিকাশ্রীলঙ্কা১৩৪
জো রুটইংল্যান্ডভারতডাবল সেঞ্চুরি (২২৬)২০২১
ডেভিড ওয়ার্নারঅস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকাডাবল সেঞ্চুরি (২০০)২০২২

You may also like

Leave a Comment