Home আন্তর্জাতিকপেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭, আহত ২৬

পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭, আহত ২৬

by Akash
০ comments

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে সংঘটিত এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো গণমাধ্যমকে জানিয়েছেন, এই বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে, ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভয়ানক ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে।

আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

You may also like

Leave a Comment