Home সারাদেশসকল উপজেলা হাসপাতাল ও ফার্মেসিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশ

সকল উপজেলা হাসপাতাল ও ফার্মেসিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশ

by Akash
০ comments

সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা পাঠিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। একইসঙ্গে, প্রত্যেক উপজেলা সদরের কমপক্ষে দুটি ফার্মেসিতেও সাপের কামড়ের অ্যান্টিভেনম মজুত রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাখিল করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী আজ শনিবার (৮ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৭ আগস্ট হাইকোর্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। পরদিন, ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।

আদালতে রিটের পক্ষে সেদিন শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী, যাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী হাইকোর্টে এই রিট আবেদন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ মাসে সারাদেশে সাপের দংশনের শিকার হয়েছেন ৬১০ জন এবং এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন রাসেলস ভাইপার নিয়ে জনসচেতনতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেছিলেন। জীবন রক্ষাকারী এই ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে হাইকোর্ট দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

You may also like

Leave a Comment