মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের দ্বিতীয় দিনে গতকাল জাপান পৌঁছেছেন। সফরের শুরুতেই তিনি জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সম্রাটকে ‘মহান মানুষ’ বলে আখ্যা দেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ট্রাম্প জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। তাকায়েচি দায়িত্ব গ্রহণের সপ্তাহখানেক পরই এই সাক্ষাতের সুযোগ পাওয়ায় এটিকে তার জন্য একটি বড় কূটনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন অনেকে। এই সফরে ট্রাম্প শুল্কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করার কথা রয়েছে। খবর এপি ও এএফপি সূত্রে।
এই অঞ্চলে জাপান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র এবং দেশ দুটির মধ্যে একটি নিরাপত্তা চুক্তি রয়েছে। ট্রাম্প এই কয়েক দশক পুরোনো চুক্তিকে একটি ‘বিনামূল্যের যাত্রা’ বলে উপহাস করেছেন। তিনি চান, বর্তমানে জাপানে থাকা প্রায় ৬০ হাজার মার্কিন সামরিক কর্মীর আবাসনের জন্য টোকিও আরও বেশি অর্থ প্রদান করুক।
এদিকে, চীনের সঙ্গে পাল্লা দিতে জাপান সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। তাকায়েচি গত শুক্রবার বলেছেন, পরিকল্পনা সময়ের দুই বছর আগেই এই অর্থবছরে জাপানের প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের দুই শতাংশ ব্যয় করার লক্ষ্য অর্জন করা হবে। কিন্তু মার্কিন কর্মকর্তারা চান, জাপান প্রতিরক্ষা ব্যয় আরও বৃদ্ধি করুক। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, জাহাজ, বাণিজ্য, প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হতে পারে।
ট্রাম্প প্রশাসন জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা প্রথমে ২৫ শতাংশ ছিল। জাপানের তৈরি গাড়িগুলোর বড় বাজার রয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু শুল্ক আরোপের ফলে সেপ্টেম্বর মাসে গাড়ি রপ্তানিতে ধাক্কা খায়। ট্রাম্প বুধবার সন্ধ্যায় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার চেয়ারম্যান ও অন্যান্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা রয়েছে জাপানের। যদিও জাপান বলেছে, ট্রাম্প যাকে ‘সাইনিং বোনাস’ বলছেন, তার মাত্র এক থেকে দুই শতাংশ প্রকৃত বিনিয়োগ হবে এবং বাকিটা ঋণ ও ঋণের গ্যারান্টি হিসেবে থাকবে।
সফরের আগেই ট্রাম্প জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচির প্রশংসা করেন। তিনি জাপানের সাবেক নিহত প্রধানমন্ত্রী শিনজো আবের কথা স্মরণ করে বলেন, আবে ছিলেন অসাধারণ ব্যক্তি এবং তিনি তাকে অনেক পছন্দ করতেন। ট্রাম্পকে আবে একটি সোনালি রঙের গলফ বল উপহার দিয়েছিলেন, যা তিনি হারিয়ে ফেলায়, এই সফরে তাকে আরেকটি বল উপহার দেওয়া হবে।
ট্রাম্প বুধবার পর্যন্ত জাপানে অবস্থান করবেন বলে খবরে বলা হয়েছে।