Home শিক্ষাজাতীয়করণসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

জাতীয়করণসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

by Akash
০ comments

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২২ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে যোগ দিয়েছেন।

শিক্ষকদের এই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মো. আল আমিন। প্রতিনিধি দলে দেশের বিভিন্ন জেলা, যেমন— নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ অন্যান্য জেলার শিক্ষক নেতারা অংশ নিয়েছেন।

এর আগে সকালে শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সরেজমিনে দেখা যায়, সেখানে পুলিশ সদস্য ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে ছিলেন এবং এ সময় জলকামান ও রায়ট কার প্রস্তুত রাখা হয়। পদযাত্রা আটকে দেওয়ায় প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘট থেকে ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো তুলে ধরেছেন, যা হলো: ১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ২. এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে। ৩. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। ৫. ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

You may also like

Leave a Comment